কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতির(Chief Justice) পদে শপথ গ্রহণ করলেন প্রকাশ শ্রীবাস্তব। এতদিন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) এক নম্বর এজলাসে নয়া প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জাগদীপ ধনকার। কোভিড আবহে সীমিত সংখ্যায় অতিথিদের নিয়ে এদিন অনুষ্ঠান ছিল একটু অনাড়ম্বর।
অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশের কমিশনার, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবসহ হাইকোর্টের উচ্চপদস্থ আধিকারিকরা।