হলদিয়া তেল শোধনাগারে(Haldia Oil Refinery) অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লি(Delhi) থেকে হলদিয়া এল আইওসির(IOC) উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। যদিও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ(East Midnapore District Police) আলাদা করে কারণ অনুসন্ধান করছে। ঘটনাস্থলে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার(Police Super), ফরেনসিক আধিকারিকরা পৌঁছেছেন।
মঙ্গলবার এই ঘটনায় মারা যান ৩ জন, এবং আহত হন ১৭ জন। রাতেই এলাকায় যান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra) এবং মৎস্যমন্ত্রী অখিল গিরি(Akhil Giri)। বুধবার সকালে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন(INTTUC)।
আরও পড়ুন- Haldia Fire: হলদিয়া তেল শোধনাগারে আগুন, ঝলসে মৃত ৩
মঙ্গলবার রাতে হলদিয়া তেল শোধনাগারে(Haldia Oil Refinery) অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৪ জন শ্রমিকের মধ্যে ১৭ জনকে কলকাতায় আনা হয়। রাতেই গ্রিন করিডোর(Green Corridor) করে তাদের হলদিয়া(Haldia) থেকে এনে কলকাতায়(Kolkata) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, আহতদের অক্সিজেন দেওয়া হলেও অক্সিজেন নিতে তাদের সমস্যা হচ্ছে।