ছাগলে(Goat) চিবোচ্ছে অফিসের ফাইল। আর তা নিয়ে শীতের সকালে রীতিমতো ঘেমে-নেয়ে উঠলেন অফিসের কর্মীরা। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কানপুরের(Kanpur) এক সরকারি অফিসের এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)।
শীতের সকালে অফিসে ব্যাগপত্র রেখে দিব্যি রোদ পোহাচ্ছিলাম কর্মীরা। আড্ডা-গল্পে আসর বেশ জমেও উঠেছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। কর্মীদের গল্পের সুযোগে একটি ছাগল(Goat) অফিসে ঢুকে দরকারি ফাইল সটান মুখে পুরে দেয়।
ছাগলটি(Goat) টেবিলের উপর ডাঁই করে রাখা গুরুত্বপূর্ণ ফাইলের মধ্যে একটি মুখে তুলে নেয়। তারপর সেটি আরাম করে চিবোতে থাকে। প্রায় অর্ধেক চিবোনোর পর ফাইলটি মুখে নিয়েই আবার অফিস ঘর থেকে বেরিয়ে আসে। কর্মীদের নজরে আসার আগেই ছাগলের পেটে চলে যায় বহু গুরুত্বপূর্ণ নথি(Important file)। তারপরই অবশিষ্ট ফাইল উদ্ধার করতে ছাগলটির পেছনে ধাওয়া করেন তাঁরা।
আরও পড়ুন- Mir on Ott Platform : মাধবনের সঙ্গে নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন মীর
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ছাগলের এই কীর্তি দেখে সোশ্যাল মিডিয়ায়(Social Media) হাসির রোল উঠেছে।