প্রথমে গলির মধ্যে প্রেমিককে (Boyfriend) ডেকে নিবিড় চুম্বন। তারপরেই পকেট থেকে ওয়ান-শটার বের করে প্রেমিকের বুক লক্ষ্য করে গুলি চালালেন প্রেমিকা (Girl fried)! কোনওমতে ছিটকে সরে গিয়ে প্রাণে বাঁচলেন প্রেমিক। জ্যাকেট ছুঁয়ে চলে গেল গুলি। রীতিমতো অ্যাকশন ছবির দৃশ্য উঠে এল কাটোয়া (Katwa) শহরের রাজপথে।
পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগে নর্তকীর কাজ নিয়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছিলেন ওই মহিলা। সম্প্রতি কাটোয়ায় ফিরে প্রেমিককে বিয়ের প্রস্তাব দপন তিনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিককে গুলি করে ‘খুনের চেষ্টা’ করেন ওই যুবতী। কাটোয়া শহরের সার্কাস ময়দানর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিকার গুলি থেকে কোনওমতে রক্ষা পেয়েছেন প্রেমিক। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
Mamata Banerjee, PM Modi: মোদীর 'কংগ্রেস মুক্ত ভারত' স্বপ্নের শরিক মমতা, দাবি আরএসএসের পত্রিকায়