মন্নতে(Mannat) এখন খুশির জোয়ার । আরিয়ানের(Aryan Khan) জামিন মঞ্জুর হতেই মন্নতের বাইরে ভিড় করতে শুরু করেছেন শাহরুখের অনুরাগীরা । হাতে পোস্টার নিয়ে কিং খানের পুত্রকে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত ।
বৃহস্পতিবার বিকেলে জামিন মঞ্জুরের পর থেকেই মন্নতের বাইরে অনুরাগীদের ভিড় বাড়তে শুরু করে । অনেকের হাতেই পোস্টার । কারও পোস্টারে লেখা 'ওয়েলকাম ব্যাক প্রিন্স' , কোথাও আবার লেখা 'আমরা শাহরুখ খানকে ভালোবাসি, আমরা আরিয়ান খানকে ভালোবাসি '। কেউ কেউ তো আবার বাজি ফাটিয়ে তাঁদের প্রিয় অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন । যদিও পরে পুলিশ তাদের বাধা দেয় ।
এদিকে, জামিন মঞ্জুরের পরই ছাদে খেলতে দেখা গিয়েছে ছোট্ট আব্রাহামকে । মন্নতের বাইরে ভিড় করা অনুরাগীদের উদ্দেশে হাতও নাকি নেড়েছে সে ।
Suhana Khan : আরিয়ানের জামিনের পর ইনস্টায় প্রথম পোস্ট সুহানার, দাদার জন্য কী লিখলেন বোন ?
তবে শুধু মন্নতের বাইরে নয়, শাহরুখের অনুরাগীরা টুইটারেও ঝড় তুলছে । আরিয়ানের জামিনের পরই টুইটারে 'মন্নত', 'আরিয়ান খান বেইল' এবং 'গৌরি খান' ট্রেন্ড করছে ।