'একডালিয়া এভারগ্রিন'(Ekdaliya Evergreen) ক্লাব ভবনের নতুন নামকরণ হচ্ছে 'সুব্রত ভবন'(Subrata Bhaban) । প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে এই নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের সদস্যরা । সেইসঙ্গে ক্লাব চত্বরেই বসানো হবে মন্ত্রীর একটি পূর্ণাবয়ব মূর্তি ।
একডালিয়া এভারগ্রিন ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । ৫০ বছর তিনি এই ক্লাবের সভাপতি ছিলেন । তাঁর প্রয়াণে আজ একডালিয়া একপ্রকার অভিভাবকহীণ । এখনও শোক সামলে উঠতে পারেননি ক্লাবের বহু সদস্য । ক্লাবের সদস্যদের ইচ্ছে ভবনের নতুন নামকরণ হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামেই । এমনই জানিয়েছেন ক্লাবের কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র । তবে এই বিষয়ে মন্ত্রীর স্ত্রীর অনুমতি নিয়েই তাঁরা পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন ।
Subrata Mukharjee : নারদ মামলার তদন্ত থেকে বাদ যাচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের নাম
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায় । এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । দীপাবলির পরের দিনই বাড়ি ফেরার কথা ছিল তাঁর । কিন্তু, দীপাবলির দিনই রাত ৯টা ২২ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।