বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে রাজ্য সফরে বেরবেন পূর্বতন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে সবকটি জেলার নেতৃত্বের সঙ্গে আলাপ করাবেন দিলীপ। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে তাঁদের জেলা সফর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দফায় দফায় সব জেলায় ঘুরবেন দিলীপ-সুকান্ত জুটি। এই কর্মসূচির পোশাকি নাম ‘সংবর্ধনা সফর’। তবে মূলত জেলায় জেলায় ঘুরিয়ে দলের খুঁটিনাটি বিষয় সুকান্তকে জানাতেই দিলীপ প্রথমে এই কর্মসূচির পরিকল্পনা করেন। পরে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাতে সায় দেন।
BJP Leader murdered at Itahar: বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা, গ্রেফতার ১ অভিযুক্ত
শুক্রবার বীরভূম জেলা দিয়ে শুরু হচ্ছে সেই কর্মসূচি। প্রথম দফায় বীরভূম ছাড়াও পূর্ব বর্ধমান এবং নদিয়ায় যাবেন দিলীপ-সুকান্ত। এর পরে দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং জাঁকিয়ে শীত পড়ার আগে উত্তরবঙ্গ সফরও হবে।