বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সহ অন্য দল থেকে আসা নেতা কর্মীদের নিয়ে বিজেপির অন্দরে আগে থেকেই অসন্তোষ ছিল। হাওড়া সদরের সভাপতির বহিষ্কারের ঘটনায় এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তাঁর মতে, এই অসন্তোষ ধীরে ধীরে কাটছে।
বিরোধী দলনেতাকে নিয়ে দলের অন্দরেই অসন্তোষ, এমনই খবর বিজেপি সূত্রে। আর তা নিয়েই এবার মুখ খুললেন বিজেপি (BJP) র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “বহু লোক বিজেপিতে আসছে, চলে যাচ্ছে। তাই সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে।’’
BJP West Bengal: শুভেন্দুকে আক্রমণ করে বহিষ্কৃত হাওড়ার বিজেপি সভাপতি সুরজিৎ সাহা
দিলীপ জানান, অনেকে ধারণার বশবর্তী হয়ে অনেক কথা বলছে। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে দলে অসন্তোষ প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, "ধীরে ধীরে এই অসন্তোষ কাটছে।"