মৃতদেহ নিয়ে রাজনীতি করতে শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। তৃণমূলনেত্রীকে এই ভাবেই তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal) পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন দিলীপ। মেদিনীপুরের সাংসদের কটাক্ষ, মৃতদেহ কলকাতায় নিয়ে এসে রাজনীতি করতে শিখিয়েছেন মমতাই। তিনিই বিভিন্ন জেলা থেকে মরদেহ শহরে নিয়ে আসতেন। দিলীপ দাবি করেন, মগরাহাটে তাঁদের প্রার্থীকে পিটিয়ে মেরেছে তৃণমূল। তাই তাঁরা মমতার বাড়ির সামনে প্রতিবাদ করেছেন।