কালীপুজোর (Kali Puja) দিন সকাল থেকেই ভক্তদের ঢল নামল তারাপীঠে (Tarapith)। দীপান্বিতা অমাবস্যায় সেজে উঠেছে তারাপীঠ মন্দিরও। রাজবেশে সাজানো হয়েছে তারাপীঠের শিলাব্রহ্মময়ী মূর্তিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে এলেন ভক্তরা।
কালীপুজোর দিন তন্ত্রমতে পুজো করা হয় মা তারার (Ma Tara)। ভোর বেলা স্নানের পর সাজানো হয় মূর্তিকে। এরপর হয় মঙ্গলারতি। দুপুরে বিশেষ ভোগের আয়োজন হয়। সন্ধ্যারতির পর গভীর রাতে পুজো শুরু হবে মা তারার।
সকাল থেকেই কঙ্কালীতলায় দ্বীপান্বিতা অমাবস্যার পুজোর তোড়জোড়
করোনার আবহে গতবার পুজোর দিনও সেভাবে ভক্তদের সমাগম হয়নি। এবার কালীপুজোতে ফের চেনা মেজাজে তারাপীঠ। এবারও মন্দিরে কোভিড বিধি মেনেই চলছে ভক্ত সমাগম চলছে।