দেব অভিনীত গোলন্দাজ ছবিতে জুড়ল আরও একটি পালক। এবার কানাডায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যে নানা কারনে আলোচনায় রয়েছে ছবিটি। বাংলায় মুক্তির এক সপ্তাহের মধ্যে ২ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে গোলন্দাজ।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজের ছবি মুক্তির খবরটা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দেব নিজেই।
ছবির পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে এসেছে ছবিতে। আর তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। ছবির নানা চরিত্রে রয়েছেন ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্যরা।