চোখ রাঙাচ্ছে আরও একটা ঘূর্ণিঝড় জাওয়াদ(Jawad) । আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে । নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শনিবারই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে । সেই পরিপ্রেক্ষিতেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৯৫টির মতো ট্রেন বাতিল করল পূর্ব উপকূল রেলওয়ে(East Coast Railway) । একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ২-৪ ডিসেম্বরের মধ্যে ওই জায়গাগুলি দিয়ে যাওয়া ট্রেনগুলি বাতিল করা হয়েছে ।
জাওয়াদ-এর নামকরণ করেছে সৌদি আরব । এর অর্থ উদার বা মহান । পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে । ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও, ভারী বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে না রাজ্যের দক্ষিণের জেলাগুলি । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৪ ও ৬ ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।
আরও পড়ুন, Jawad: শিয়রে ঘূর্ণিঝড় আতঙ্ক, দিঘায় সতর্কবার্তা জারি করল প্রশাসন
৪ ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কায় ওই দিনই পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৫ ডিসেম্বর কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় ।