টানা এক বছর ধরে চলা কৃষক আন্দেলনের চাপে কৃষি আইন (Farm Laws) বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে বিজয় উদযাপন করছে কৃষক সংগঠনগুলি। পথে নেমে কৃষকদের অভিনন্দন জানাল বামপন্থী দল ও ছাত্র সংগঠনগুলি।
Farm Laws: 'ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের জয়' বলে মত সুজন চক্রবর্তীর, কৃষকদের লড়া
দিল্লিতে মিছিল করে CPM-এর ছাত্র সংগঠন SFI, CPI-এর ছাত্র সংগঠন AISF। মিছিল থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের বিরুদ্ধে স্লোগান। পথে নেমে কৃষকদের অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বামকর্মীরাও। কলকাতা সহ রাজ্যের সর্বত্র মিছিল করে সিপিএম সহ বামেরা।