কলকাতা পুরসভা নির্বাচনেও (KMC) কার্যত অসম্ভব বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সার্বিক ঐক্য। বরং, কার্যত অস্তিত্বহীন হতে চলেছে সংযুক্ত মোর্চা।
কলকাতা পুরসভার ১০৫টি ওয়ার্ডে লড়ার প্রস্তুতি নিচ্ছে CPM। বামফ্রন্টের অন্য তিন শরিক মিলিত ভাবে লড়বে আরো ২৫-৩০টি আসনে। এছাড়া কংগ্রেসের জন্য ১৪-১৫টি আসন ছাড়ার কথা ভাবছে আলিমুদ্দিন স্ট্রিট।
স্বাভাবিক ভাবেই এত কম আসনে লড়তে নারাজ কংগ্রেস। বিধান ভবন সূত্রের খবর, অন্তত ১০০ আসনে লড়বেন হাত চিহ্নের প্রার্থী। দ্রুত প্রার্থীতালিকা ঘোষণা করা হবে।
KMC Election: কলকাতা পুরভোটে সংরক্ষণ, ওয়ার্ড বদল হতে পারে অনেক কাউন্সিলরের
বাম শরিক ফরওয়ার্ড ব্লক কোনওমতেই জোট মানতে নারাজ। খিদিরপুর, বেলেঘাটায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেবে তারা। অন্যদিকে, সিপিএমের প্রার্থী তালিকায় তরুণ মুখের প্রাধান্য থাকার সম্ভাবনা বেশি।