মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় প্রচার করতে গিয়ে বাধা পেলেন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের (Bhawanipur By-Poll) সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস (Srijeeb Biswas)। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ সিপিএমের (CPIM)। পরিস্থিতির জেরে রণক্ষেত্র চেহারা নেয় কালীঘাট চত্বর। অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে যায় সিপিএমের মিছিল।
উপনির্বাচনের আগে রবিবাসরীয় প্রচার নিয়ে সকাল থেকেই জমজমাট ভবানীপুর কেন্দ্র। প্রচারে নেমেছে সব দলই। পুলিশ বিভিন্ন রাস্তায় ব্যারিকেড লাগিয়ে রেখেছে। সিপিএমের প্রচারে এদিন প্রার্থী শ্রীজীব বিশ্বাসের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে সিপিএমের মিছিল। তারপরই এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সিপিএমের কর্মী-সমর্থকদের। সুজনবাবু বলেন, "প্রার্থীকে নিয়ে আমাদের এই এলাকায় প্রচারের কর্মসূচি ছিল। পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনেরও অনুমতি আছে। তবু সাধারণ মানুষকে এনে আমাদের আটকে দেওয়া হল। প্রার্থীকেও ধাক্কা দেওয়া হয়েছে।"
রবিবার প্রচারের শেষ লগ্নে ভবানীপুরের মানুষের কাছে ভোট চাইলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি আবেদনপত্রে লিখলেন, "ভবানীপুর থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আমি এখানকার ঘরের মেয়ে। কোভিড বিধির কমিশনের নিয়ম মেনে সবার কাছে যাওয়া সম্ভব নয়। লিখিত আবেদন, ৩০ সেপ্টেম্বর যেন আপনাদের আশীর্বাদ পাই।"