রবিবার সকালে রামপুরহাটের(Rampurhat) চাকাইপুর গ্রামের এক বাড়ি থেকে উদ্ধার করা হয় এক দম্পতির মৃতদেহ(Dead Body) । মৃতদের নাম স্বপন দে(৪৫) ও কাকলি দে(৩৫) ।
এদিন সকালে বিছানা থেকে উদ্ধার করা হয় স্ত্রীর দেহ । অন্যদিকে, পাশের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্বামীর । স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
আরও পড়ুন, West Bengal News: শ্মশানে দাহ করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১৭
স্থানীয় সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত । প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যা করেছেন স্বামী । ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।