প্রসঙ্গ ডিভিসির জল ছাড়া, আর তা নিয়েই আরও একবার কেন্দ্র-রাজ্য সংঘাত তীব্র আকার নিল। ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই একে ‘ম্যানমেড বন্যা’ বলে আখ্যায়িত করেছেন।
কিন্তু এই প্রসঙ্গেই এবার সম্পূর্ণ অন্য সুর বিজেপির রাজ্য সভাপতির গলায়। সুকান্ত মজুমদার বলেন যে জল ছাড়ার আগে, DVC থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই চিঠি তাঁদের কাছেও আছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেননি।
সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি, বিজেপি (00:21-00:53)
তিনি আরও বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বলবেন, তা তিনি জানতেন। হোয়াটসঅ্যাপে এই মেসেজও আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই কথা বলবেন। তিনি এও বলেন যে, তিনি চাইলেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দেখাতে পারেন।