জ্বালানি তেলের উৎপাদন শুল্কে কেন্দ্র ছাড় দিলেও, রাজ্য ছাড় দিচ্ছে না। এরই প্রতিবাদে সোমবার মিছিলের কর্মসূচি নেয় রাজ্য বিজেপি। কলকাতায় বিজেপি দফতরের সামনে জমায়েত করেন বিজেপি নেতা ও কর্মীরা। করোনা পরিস্থিতিতে জমায়েতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পুলিশের ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
সোমবার সকাল থেকেই বিজেপি দফতরের সামনে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা। ঘটনাস্থলে সকাল থেকেই ছিলেন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুলিশের ব্যারিকেড ঠেলে এগোতে চেষ্টা করতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।জ্বালানি তেলে রাজ্যের ভ্যাট কমানোর দাবিতে বিধানসভার বাইরেও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান কিছু বিজেপি কর্মী।
সোমবার দলের কর্মসূচীতে বিজেপি দফতরে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো শীর্ষ নেতারা।