লোকসভা নির্বাচনে বাংলায় মাত্র তিনটি আসন পাবে BJP। ভাইরাল অডিও ক্লিপে এমন কথা বলতে শোনা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে (Soumitra Khan)। যদিও তার সত্যতা যাচাই করেনি এডিটরজি৷ সাংসদের অবশ্য দাবি, এর পিছনে চক্রান্ত আছে। তৃণমূল বা তাঁর বিরোধীরা এর সঙ্গে যুক্ত বলে দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের।
BJP: কৃষি বিল রদের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, কী বললেন অমিত শাহ, জেপি নড্ডা, আদিত্যনাথ?
সৌমিত্রের গলায় বলতে শোনা গিয়েছে, বিজেপি তিনটি আসন জিতবে। শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ কোনো আসন জেতাতে পারবেন না। শুভেন্দু কর্মীদের পাশে থাকেন না। দিলীপ কেবল বড় বড় কথা বলেন।