দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক জাকির হোসেন। সোমবার সন্ধ্যায় সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। কোনওরকমে রক্ষা পান বিধায়ক, কিন্তু তাঁর গাড়ির একাংশ ভেঙে যায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের দাসপাড়া সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে মাথায় সামান্য আঘাত লেগেছে জাকির হোসেনের। তাঁর পাইলট গাড়ি সব দুটি গাড়িতে ধাক্কা লাগে। দুর্ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতির পায়ে লেগেছে বলেও জানিয়েছেন তিনি। এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছেন জাকির, ঘটনাটি নিয়ে তদন্তের আর্জিও জানানো হয়েছে।
সম্প্রতি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। উদ্ধার করে প্রায় ১৫ কোটি টাকা। যদিও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন দাবি করেন, আয়করের কাছে তাঁর সব নথি জমা দেওয়া আছে।