বিতর্ক যেন পিছু ছাড়ছে না রূপঙ্কর বাগচীর(Rupanakar Bagchi Controversy)। কেকে বিতর্কের পর নতুন করে বিতর্কের কেন্দ্রে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এই গায়ক। এবার তাঁর বিরুদ্ধে গান চুরির অভিযোগ আনলেন এক ইউটিউবার। এ নিয়ে নিউটাউন থানায়(New Town Police Station) লিখিত অভিযোগ জানান ওই মহিলা। উল্লেখ্য, এর আগেও হিন্দি গান 'দিলকো তুমসে প্যায়ার হুয়া'-র সুর নকলের অভিযোগ ওঠে রূপঙ্করের বিরুদ্ধে।
মনোরমা ঘোষাল নামে ওই ইউটিউবারের(Youtuber's aalegation against Rupankar Bagchi) দাবি, প্রায় ৬ মাস আগে তিনি একটি গান ইউটিউবে আপলোড করেন। গানটি কম্পোজ করেছিলেন পার্থ বন্দ্যোপাধ্যায়, এজন্য় তাঁকে পারিশ্রমিক দিয়েছিলেন মনোরমা(Youtuber Manorama Ghoshal)। ইউটিউবে প্রায় ৮ হাজার ভিউ হয় গানটির। কিন্তু সমস্যার সূত্রপাত চলতি মাসের ২৫ তারিখ। মনোরমার অভিযোগ, পার্থ বন্দ্যোপাধ্যায় তাঁকে মেসেজ করে জানান, কিছুদিনের জন্য তাঁর ইউটিউব চ্যানেল থেকে ওই গানটি সরিয়ে নিতে হবে। কারণ জানতে পেরে বিস্মিত হন ওই ইউটিউবার। তাঁকে জানানো হয় এটা রূপঙ্কর বাগচীর ব্যাপার। গানটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন ওই কম্পোজার।
আরও পড়ুন- Detonators forfeited in Birbhum: রাজ্যে কী বড়সড় নাশকতার ছক? বীরভূমে উদ্ধার প্রায় ৮১ হাজার ডিটোনেটর
পরবর্তীতে মনোরমা দেখেন তাঁর গাওয়া গানটি ইউটিউব ব্লক করে দিয়েছে এবং রূপঙ্করের গাওয়া গানটা চলছে। মনোরমার দাবি, ২৫ জুন বিষয়টি জানিয়ে তিনি প্রথমে ফোন করেন রূপঙ্করকে(Rupankar Bagchi)। ফোনে না পেয়ে তাঁকে মেসেজ করে সমস্ত তথ্য-প্রমাণ দিয়ে জানান গানটি প্রথমে তিনি গেয়েছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর বৃহস্পতিবার নিউটাউন থানায় তিনি রূপঙ্করের বিরুদ্ধে জেনারেল ডায়েরি করেন। এই বিষয়ে এখনও পর্যন্ত রূপঙ্কর বাগচী ও পার্থ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।