প্রতিবন্ধকতাকে হারিয়ে সদ্য স্বপ্ন দেখতে শুরু করেছিলেন । ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল, সুখের মুখ দেখতে শুরু করেছিল তাঁর পরিবার । কিন্তু,একটা ঘটনাতেই সব শেষ হয়ে গেল । মাত্র ২২ বছরেই দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশেষ ক্ষমতাসম্পন্ন ইউটিউবার অমিত মণ্ডল (Youtuber Amit Mondal Dies ) । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার ।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত । অমিত-সহ আরও দু'জন গুরুতর জখম হন । সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রাতেই কলকাতা আনা হয় । এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । কিন্তু শেষরক্ষা হল না ।
বিশেষ ক্ষমতাসম্পন্ন অমিত মণ্ডলের পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী । বাবা-মা সাফাইয়ের কাজ করতেন । এর মধ্যেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন অমিত । ইউটিউবে ব্লগ বানাতে শুরু করেন । এখন তাঁর তিনলক্ষের বেশি সাবস্ক্রাইবার । ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে । কিন্তু, তার মধ্যেই একটা ঘটনায় সব শেষ হয়ে গেল ।