দক্ষিণ ২৪ পরগনায় ফের শ্যুটআউট। ভাইফোঁটায় দিন দিদির বাড়িতে ফোঁটা নিতে গিয়ে খুন হতে হল ভাইকে। ঘটনার পর থেকে পলাতক দিদির শ্বশুরবাড়ির দুই সদস্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে। মৃতের নাম মিঠুন সর্দার। তিনি ওই এলাকারই বাসিন্দা।
জানা গিয়েছে, মিঠুন সর্দারের জামাইবাবু জগন্নাথ মণ্ডলের সঙ্গে তাঁর দুই ভাই পরেশ এবং অজয়ের জমি নিয়ে বিবাদ চলছিল। ভাইফোঁটার দিন ওই বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, সকাল থেকেই গালিগালাজ শুরু হয়। বেলা বাড়তেই তা চরম আকার নেয়। এরপর হঠাৎ মিঠুনকে লক্ষ্য করে গুলি চালায় পরেশ ও অজয়। তাতেই মৃত্যু হয় মিঠুনের।
রক্তাক্ত অবস্থায় প্রথমে মিঠুনকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকে পরেশ ও অজয় পলাতক।