বউভাতের দিনই আত্মঘাতী যুবক। চাঞ্চল্যকর এই ঘটনায় হতবাক নাকাশিপাড়ার গাছা গ্রামের বাসিন্দারা। শনিবার বিকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবকের দেহ। কী কারণে চরম সিদ্ধান্ত নিলেন ওই যুবক, তা এখনও স্পষ্ট নয়। এলাকায় নেমেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, মৃত বছর সাতাশের অসিত ঘোষের বাড়ি গাছা গ্রামেই। কাঠের মিলে কাজ করতেন ওই যুবক। বৃহস্পতিবার অসিত ঘোষের বিয়ে হয়। স্ত্রীর বাপের বাড়ি বেথুয়াডহরি। শনিবার ছিল তাঁর বউভাত। ওইদিন বিকেলে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান অসিত। বাড়ির লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ি থেকে কিছুটা দূরে চাষের জমির পাশের এক বাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি গাছের সঙ্গে গলায় গামছা জড়ানো অবস্থায় ঝুলছিল দেহটি। বউভাতের দিন কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা কিছুতেই বুঝতে পারছেন না তার বাড়ির লোকজন।
আরও পড়ুন- Kolkata Shootout Followup : অক্ষয়ের নিশানায় কমপক্ষে চার, জাদুঘর গুলি-কাণ্ডে প্রাথমিক দাবি পুলিশের
পরিবারে কোনও অশান্তি ছিল না। তবে নববধূর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল কিনা, তা জানা যায়নি। আবার বিয়ে নিয়ে মানসিক অবসাদে অসিত চরম সিদ্ধান্ত নিলেন কিনা, তাও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কারণে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন ওই যুবক। যদিও আত্মহত্যার প্রকৃত কারণ কী, তা জানার চেষ্টা করছে পুলিশ।