পঞ্চায়েত (WB Panchayet Election) ভোটের মুখে ফের উত্তপ্ত দেগঙ্গা । ভোটের প্রচার চলাকালীন তৃণমূলের মিছিলে বোমা মারার অভিযোগ উঠল । ঘটনায় মৃত্যু হয় ১৭ বছরের এক তরুণের । মৃতের নাম ইবরাম হোসেন । মৃত তরুণ এক তৃণমূল সমর্থকের ভাইপো বলে জানা গিয়েছে । সিপিএম এবং আইএসএফ-এর বিরুদ্ধে বোমা মারার অভিযোগ তুলেছে তৃণমূল । ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবারই দেগঙ্গার আরও দুই জায়গায় অশান্তির ঘটনা ঘটে । বোমা হামলারও অভিযোগ উঠেছে ।
জানা গিয়েছে, দেগঙ্গার শোয়াইসেতপুর গ্রাম পঞ্চায়েতের গাঙার্টি গ্রামে প্রচার চালাচ্ছিলেন তৃণমূলের সমর্থকরা । মিছিলও চলছিল । অভিযোগ, ঠিক সেইসময় মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । গুরুতর জখম অবস্থায় একাদশ শ্রেণির ওই পড়ুয়াকে দেগঙ্গা ব্লকের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
নিহতের কাকা তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে । তাঁর দাবি, মিছিল করে যাওয়ার সময় সিপিএম ও আইএসএফ সমর্থকরা বোমা ছোড়ে । তখন তাঁর ভাইপো ছিল মিছিলে । দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি ।