Barrackpore news : বান্ধবীর বাড়ি থেকে যুবতীর দগ্ধ দেহ উদ্ধার, সমকামী সম্পর্ক থেকেই বেরিয়ে আসতেই খুন?

Updated : May 08, 2022 12:52
|
Editorji News Desk

ফেসবুকে আলাপ । তারপর ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয় । কিন্তু, ইদানিং দুই বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছিল । এরই মধ্যে ঘটে গেল বড় দুর্ঘটনা । বান্ধবীকে বাড়িতে ডেকে আগুন লাগিয়ে খুনের (Barrackpore Crime News) অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে । মৃতার নাম চর্চিতা বন্দ্যোপাধ্যায় । ব্যারাকপুরের (Barrackpore) আদর্শপল্লির ঘটনা । পরিবারের অভিযোগ, সমকামী সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তাঁদের মেয়েকে খুন করেছে ওই যুবতী ।

ব্যারাকপুরের আদর্শপল্লির বাসিন্দা চর্চিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবনীতা দাস নামে এক যুবতীর আলাপ হয় সোশ্যাল মিডিয়ায় । সেখান থেকেই কথাবার্তা, বন্ধুত্ব । একসময় বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় হয় । দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের কথা চর্চিতা তাঁর বাড়িতে জানায় । এমনই দাবি তাঁর পরিবারের । সম্পর্ক মানতে চায়নি তাঁর পরিবার । চর্চিতার মা জানান, অনেকবার মেয়েকে তাঁরা বোঝানোর চেষ্টা করেছেন । কিন্তু, কোনও লাভ হয়নি । অবশেষে হাল ছেড়ে দেন চর্চিতার মা । মেয়ের সমকামী সম্পর্ক মেনে নেন তিনি । এরপর থেকেই একে অপরের বাড়িতে প্রাই যাতায়াত করত চর্চিতা ও নবনীতা ।

আরও পড়ুন, Murshidabad Murder Update : সুশান্তকে জেরা, সুতপা খুনের কিনারায় এবার মালদহে যাচ্ছে পুলিশ
 

চর্চিতার পরিবারের অভিযোগ, ইদানীং তাঁদের সম্পর্কে ফাটল ধরেছিল । নবনীতা আর যোগাযোগ রাখতে চাইত না । দূরত্ব বাড়াতে শুরু করেছিল । এরই মধ্যে চর্চিতে ব্লক করে দেয় নবনীতা । শনিবার অশান্তি আরও বাড়ে । এদিন রাতেই নবনীতার বাড়ি যায় চর্চিতা । সেইসময় চর্চিতার বাড়িতে মা, দাদা কেউ ছিলেন না । পরে বাড়ি ফিরে চর্চিতাকে না দেখতে পেয়ে নবনীতার বাড়ি যান তাঁরা । সেখানে গিয়ে দেখেন, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের ।

নবনীতার পরিবারের দাবি, কথা কাটাকাটির পর গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন চর্চিতা । যদিও, তা মানতে নারাজ চর্চিতার পরিবার । তাঁদের দাবি, নবনীতা ও তাঁর পরিবারের লোকেরা তাঁদের মেয়েকে ডেকে নিয়ে গিয়ে গায়ে আগুন লাগিয়ে পরিকল্পনামাফিক খুন করেছে । চর্চিতার পরিবারের অভিযোগ, চর্চিতা যখন বাড়ি থেকে যায় তখন তাঁর কাছে ব্যাগ, মোবাইল, সাইকেল ছিল । কিন্তু ঘটনার পর থেকেই তা পাওয়া যাচ্ছে না । আর যদি চর্চিতার আত্মহত্যা করারই পরিকল্পনা থাকত তাহলে নিজের বাড়িতে না করে বন্ধুর বাড়িতে করতে যাবে কেন? প্রশ্ন তুলছে মৃতার পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ ।

BarrackporeicchapurWest Bengal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর