বৃহস্পতিবার সকাল থেকেই লেনিনের বাড়িতে উৎসব! ছেলে মাধ্যমিকে দুর্দান্ত ফল করেছে। মেধাতালিকায় তিন নম্বরে নাম রয়েছে। নাহ! রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিন নয়, বলছি বালুরঘাটের উদয়ন প্রসাদের কথা। পাড়ায় উদয়ন লেনিন নামেই বেশি জনপ্রিয়।
গড়পড়তা বাঙালি বাড়িতে এমন ডাকনাম শোনা যায় না। তবে প্রাচ্যভারতী পাড়ার বাসিন্দা উদয়নের বেড়ে ওঠা বাম রাজনীতির আবহে। বাবা উমেশ প্রসাদ CPIM -এর সর্বক্ষণের কর্মী। বামপন্থী রাজনীতির পরিভাষায় হোলটাইমার৷। মা বিন্দু প্রসাদ গৃহবধূ।
বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়নের প্রাপ্ত নম্বর ৬৯১। বড় হয়ে ডাক্তার হয়ে চায় সে। কিশোর লেনিনের এমন সাফল্যে গর্বিত গোটা বালুরঘাট।