শৈশবে হল্যান্ডের হান্সের কথা শুনেছি অনেকেই। স্কুল ফেরতা হান্স বাঁধের ফাটলে বুড়ো আঙুল রেখে বন্যা আটকে বাঁচিয়েছিল গোটার গ্রাম। এ যুগের হান্সের কথা হালে সামনে এসেছে, হল্যান্ডের নয়, হরিশচন্দ্রপুরের। মালদার মুরসেলিমের বয়স আট বছর। বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে কয়েকশ যাত্রীর প্রাণ বাঁচাল মুরসেলিম।
শুক্রবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকায় রেল লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির মুরসেলিম।
হঠাৎই খেয়াল করে আপ লাইনের নীচে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে। তড়িঘড়ি পরনের লাল গেঞ্জি খুলে ট্রেন লাইনে দাঁড়িয়ে সে গাড়ি থামানোর সংকেত দিতে থাকে চালককে।এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান চালক। বড়সড় বিপদ থেকে রক্ষা পায় আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
মুরসেলিমের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে তার ভিডিয়ো শেয়ার করেছেন স্বয়ং কাফিল খানও।