নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে নিজেই প্রকাশ্যে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘আমাকে পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন। আমার কিছু করার নেই।’’ বৃহস্পতিবার সন্ধ্যায় বিধানসভায় নিজের বক্তব্যের মাঝে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মন্তব্যের আগে বা পরে অবশ্য এ সংক্রান্ত কোনও কথাই বলেননি মমতা। তাই এমন মন্তব্যের পেছনে সম্ভাব্য কারণ নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে রাজভবন থেকে ফিরে বিধানসভায় যান মমতা, অধিবেশন তখন প্রায় শেষের পথে। সে সময়ে খাদ্য বাজেট নিয়ে বক্তৃতার মাঝেই ‘পলিটিক্যালি গবেট’ প্রসঙ্গ আনেন তিনি।
অনেকেরই মত, তাঁর সরকারের কাজ বা প্রকল্প নিয়ে বিধানসভায় বিরোধী দল বিজেপির লাগাতার আক্রমণেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী।