সোমবার আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে সভামঞ্চে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলেন। এনিয়ে তিনি জানিয়েছেন, একটি পরিবারে যতজন মহিলা আছেন তাঁরা সকলেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। এবং পেনশনের মতো সারাজীবন ওই টাকা পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যসরকারের তরফে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবকটা প্রতিশ্রুতি পালন করা হয়েছে। সেবিষয়ে বলতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানিয়ে দেন, সারা জীবন লক্ষীর ভাণ্ডারের সুবিধা সারাজীবন পাওয়া যাবে।