Durga Puja 2024: 'মানবিকতার দহন', নারী নিরাপত্তায় অভিনব থিম বাঁকুড়ার পুজো কমিটির

Updated : Oct 10, 2024 17:23
|
Editorji News Desk

রাজ্যের পাশাপাশি গোটা দেশেই নারী নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ধর্ষণ, খুন, পাশাপাশি শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে মাঝে মধ্যে। এই পরিস্থিতিতে নারী সুরক্ষাকেই থিম হিসেবে বেছে নিয়েছে বাঁকুড়া দশের বাঁধ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ৪৪ বছরে পদার্পণ করল তাদের পুজো। 

 থিমের নাম দেওয়া হয়েছে মানবিকতার দহন। বর্তমান সমাজের নারীদের উপর একাধিক অত্যাচারের অভিযোগ ওঠে। সেই ভাবনা থেকেই মণ্ডপ তৈরির ভাবনা নেওয়া হয়েছে।

ক্লাবকর্তারা জানিয়েছেন, কয়েকবছর আগে দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটেছিল। তখন থেকেই এই থিম নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল। চলতি বছরে সেই ভাবনা থেকেই মণ্ডপ তৈরি করা হয়েছে। 

অন্যদিকে নদীয়ার হরিণঘাটা পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড সিমহাট পল্লি উন্নয়ন সমিতির দুর্গা পুজোর এবারের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। প্রতিবছরের মতোই সাবেকি প্রতিমা রয়েছে মণ্ডপে। গোটা মণ্ডপটি তৈরি করতে সাদা কাপড় এবং থার্মোকল ব্যবহার করা হয়েছে।

ক্লাবের কর্তারা জানিয়েছেন, চন্দ্রোদয় মন্দিরের ভিতরের অংশে বিভিন্ন দেব-দেবীর মূর্তি রয়েছে। এখানেই একই ভাবে দেব-দেবীর মূর্তি দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। থার্মোকল, পিচবোর্ড ব্যবহার করে সেই মূর্তিগুলি তৈরি করা হয়েছে। অন্যদিকে বাইরের দিকে রয়েছে শুধুমাত্র থার্মোকল। এরসঙ্গে রাতে বিশেষ লেজার লাইটের ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে। 

ষষ্ঠী থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ওই মণ্ডপ। ইতিমধ্যে ভিড় জমতেও শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মণ্ডপ উদ্বোধন করেন। 

Durga Puja

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর