শান্তিনিকেতনে এক যুবতীর রহস্যমৃত্যু । জানা গিয়েছে, বুধবার সকালে আমার কুটিরের জঙ্গল থেকে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতার নাম দেবাঙ্গি ভট্টাচার্য । দিন কয়েক আগেই বাবার কাছে আশ্রমে থাকতে এসেছিলেন তিনি । কিন্তু, এদিন সকালেই তাঁর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবতী ।
পুলিশ সূত্রে খবর, আমার কুটিরের পাশের এক আশ্রমেই থাকতেন দেবাঙ্গির বাবা । মাঝে মাঝে দেবাঙ্গিও বাবার কাছে এসে থাকতেন । সেরকমই দিন পনেরো আগে আশ্রমে এসেছিলেন তিনি । কিন্তু, বুধবার কাকভোরে জঙ্গলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয়রা । ঘটনাস্থল থেকে একটি চেয়ারও উদ্ধার করেছে পুলিশ । আশ্রমের বাসিন্দাদের দাবি, মানসিক ভারসাম্যহীন ছিলেন দেবাঙ্গি । চিকিৎসাও চলছিল । অসুস্থতার জেরে দেবাঙ্গী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করছেন স্থানীয়রা ।
জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । কী কারণে মৃত্যু এখনও জানা যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে । ঘটনার তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ ।