বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সন্তানকে হারালেন পুরুলিয়ার বাসিন্দা অর্চনা পাল। সন্তানের দেহ নিয়ে সোমবার নিজের বাড়িতে পৌঁছলেন তিনি। তাঁর বাড়ি পুরুলিয়ার হুড়া বাজার এলাকায়।
জানা গেছে, এক মাস আগেই নিজের স্বামীকে হারিয়েছেন অর্চনা পাল। তারপর নিজের শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সেকারণে ভেলোরে গিয়েছিলেন। শুক্রবার যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর সন্তানের।
সোমবার মৃতদেহ বাড়িতে পৌঁছনোর পর তাঁদের বাড়িতে যান পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক আদিত্য মোহন হিরানী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া।