আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি (Primary School Job) থেকে বরখাস্ত যুবতী। তাই বিয়ে করতে নারাজ যুবক। অভিযোগ তুলে ওই যুবকের বাড়ির সামনে ধরণায় ওই যুবতী। ঘটনাটি কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙার নিশিগঞ্জের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রেমিক। তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি প্রাইমারি টেটে ২৬৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রত্যেক জেলায় শিক্ষক-শিক্ষিকাদের কাছে সেই তালিকাও এসে পৌঁছেছে। কোচবিহারে ৩২ জনের নাম আছে এই তালিকায়। তাঁর মধ্যে আছেন মাথাভাঙার এই যুবতীও। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি। তাঁর দাবি, চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবর শুনে তাঁকে বিয়ে করতে নারাজ প্রেমিক প্রণব গোস্বামী। পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক আছে বলেও দাবি প্রেমিকার। প্রণবকে বিয়ের দাবিতে তাঁর বাড়ির সামনে ধরণায় বসেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক।
আরও পড়ুন: ঘরে লক্ষ্মীর আগমন, অন্নপ্রাশনে মঙ্গল গ্রহে জমি কিনে বিশেষ উপহার ঠাকুমার !
নিশিগঞ্জ কলেজের গেস্ট টিচার হিসেবে কাজ করেন প্রণব গোস্বামী। তিনি জানান, "ঘটকের মাধ্যমকে ওর সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ চলছিল। বিয়ে এখনও ঠিক হয়নি। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।"