ছেলের রক্তাক্ত, পচাগলা মৃতদেহ আগলে বসে ছিলেন মা। চারদিন পর প্রতিবেশীরা জোর করে ঘরে ঢুকতে গেলে বাধা দেন তিনি৷ বলেন, ছেলে ঘুমোচ্ছে, কেউ যেন বিরক্ত না করে! রানাঘাটের এই ঘটনায় কয়েক বছর আগের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দেখছেন স্থানীয়রা৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, মৃতের নাম স্বপন দাস। বয়স ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের অসুখে ভুগছিলেন৷ তাঁর মা সাধনা দাসও বয়সজনিত কারণে অসুস্থ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শ্বাসকষ্টজনিত কারণেই মৃত্যু হয়েছে স্বপনের। কিন্তু ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি বৃদ্ধ। টানা চারদিন মৃতদেহ আগলে ছিলেন তিনি।
সোমবার স্বপনের বাগানের সুপুরি কিনতে যান এক ব্যবসায়ী৷ বেশ খানিকক্ষণ ডাকাডাকির পর বেরিয়ে এসে বৃদ্ধা বলেন, "ছেলে চারদিন ধরে ঘুমোচ্ছে। বিরক্ত করিস না।" কথা শুনে খটকা লাগে ওই ব্যক্তির৷ এরপর জোর করে ঘরে ঢোকেন স্থানীয়রা৷ দেখেন বিছানায় স্বপনের নিথর দেহ, বিছানার চাদরে রক্তের দাগ শুকিয়ে গিয়েছে! বিছানার পাশেই বৃদ্ধার শোয়ার জায়গা।