স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা স্ত্রীর। মৃত মহিলার নাম অর্পিতা অধিকারী। মৃতার বয়স ২৪। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার মাতলা ২ নম্বর মিঠাখালি এলাকায়। পুলিশ ওই গৃহবধূর স্বামী কৌশিক অধিকারীকে গ্রেফতার করেছে।
পরিবার সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান বলে অভিযোগ কৌশিকের বিরুদ্ধে। স্বামীর এই ঘটনা জানতে পেরে প্রতিবাদ করেন স্ত্রী। অর্পিতার মায়ের অভিযোগ, কৌশিক প্রায়ই মারধর করত তাঁর মেয়েকে। সেই অভিমানেই অর্পিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
অর্পিতার পরিবার কৌশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে কৌশিক অধিকারীকে পুলিশ গ্রেফতার করেছে। মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।