কলকাতার একটি হোটেলে এক মহিলার রহস্যজনক মৃত্যু। সঙ্গে তাঁর মেয়েকেও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। SSKM হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, তাঁরা হরিদেবপুর এলাকার বাসিন্দা। হোটেলের ওই ঘর থেকে একটি সুসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হোটেল থেকে পুরো বিষয়টি নিউ মার্কেট থানায় জানানো হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে মা ও মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মেয়ের চিকিৎসা চলছে। পুলিশের প্রাথমিক অনুমাণ, আর্থিক সমস্যার মধ্যে ছিলেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, গত ৮ জুন থেকে মা ও মেয়ে কিড স্ট্রিটের একটি হোটেলে ছিলেন। ঘুমের ওষুধ খেয়েই তাঁরা আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমে আরও খতিয়ে দেখা হচ্ছে।