কলকাতায় ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকালে এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাম অনিমা সর্দার। ৪৫ বছর বয়সী ওই মহিলা বারুইপুরের বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, জ্বর নিয়ে প্রথমে তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, কোমায় চলে গিয়েছিলেন তিনি। রক্তপাতও হচ্ছিল। বাঙ্গুর হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে রাখা হয়। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়।