মোবাইলে ঋণ নিয়ে বিপাকে মহিলা। ৭ দিনের মেয়াদে সাড়ে ৩ হাজার টাকা ঋণ নিয়েছিলেন দক্ষিণ কলকাতার নেতাজি নগরের এক মহিলা। ঋণ পাওয়ার ৫ দিন পরই অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে। সুপার ইমপোজ করে আপত্তিকর ছবি তৈরি করা হয় ওই মহিলার। সেই ছবি পাঠিয়ে তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।
গত ৩০ ও ৩১ মে মোবাইলের দুটি লোন অ্য়াপ থেকে ৩ বারে মোট সাড়ে ৯ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সব কটি ঋণের সময়সীমা ছিল এক সপ্তাহ। ৬ দিনের মাথায় প্রথম ঋণ শোধ করেন তিনি। গত ৫ জুন তাঁকে ফোন করে ঋণের টাকা ফেরতের দাবি করা হয়। কিন্তু সময়সীমা না পেরোনোয়, টাকা দিতে রাজি হননি মহিলা। বেশ কয়েকবার একটি অপরিচিত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
মহিলার অভিযোগ, এরপরই একটি সুপার ইমপোজ ছবি মহিলার মোবাইলে পাঠানো হয়। তাঁকে বলা হয়, এই ছবি তার পরিবার ও পরিজনদের পাঠিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট দিনেও ওই টাকা ফেরত দিতে পারেননি ওই মহিলায এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। নেতাজি নগর থানার পুলিশ তাঁকে সাইবার ক্রাইমের কাছে যাওয়ার পরামর্শ দেয়।