Behala Incident : বেহালায় চলন্ত বাসে তরুণীকে 'শ্লীলতাহানি', রাস্তায় বিপদে পড়লে জেনে রাখুন এই নম্বরগুলি

Updated : Aug 23, 2024 09:10
|
Editorji News Desk

আগে বলা হত, মেয়েদের কাজ শুধু ঘর গোছানো, সংসার সামলানো, বাচ্চা মানুষ করা । আর পুরুষরা শুধু উপার্জন করবে । কিন্তু এখন যুগ বদলেছে, সময় বদলেছে । পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মেয়েরা । জল, স্থল, অন্তরীক্ষ... কোথায় নেই তাঁরা ? সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে । কিন্তু, নারীদের সুরক্ষা ? সময় বদলালেও, আজও একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে । সেই প্রশ্নই তুলছে আর জি করের ঘটনা । ডিউটিরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । চলছে প্রতিবাদ, মিছিল । কিন্তু, তারপরেও শহরের বুকে কখনও বাসে,কখনও বা ট্রেনে, অটোতে ঘটে চলেছে একটার পর একটা শ্লীলতাহানির ঘটনা । সম্প্রতি, রাতের কলকাতায় চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । বেহালার ঘটনা । তবে, ওই তরুণীর উপস্থিত বুদ্ধির জোর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । 

কী ঘটেছে ?

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাসে বেহালায় ফিরছিলেন ওই তরুণী । অভিযোগ, চলন্ত বাসে তাঁর সঙ্গে অভব্য আচরণ করে এক যুবক । শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । ভয় পেয়ে কিংবা গুটিয়ে না গিয়ে রুখে দাঁড়ান তরুণী । কলকাতা পুলিশের ১০০ নম্বরে ডায়াল করেন । পুলিশকে ঘটনার কথা জানান তিনি । এরপর চৌরাস্তার কাছে পৌঁছতেই বাস থামিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । একইসঙ্গে ওই তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছনোরও ব্যবস্থা করে দেওয়া হয় পুলিশের তরফে । ওই তরুণীর সাহসকে, তাঁর উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ জানিয়েছে কলকাতা পুলিশ ।

রাস্তায় বিপদে পড়লে কী করবেন ?

বেহালার ঘটনার মতো আপনার সঙ্গেও যদি রাস্তায় সেরকম কিছু ঘটে, বা রাতের বেলায় যদি কোনও সমস্যায় বা বিপদ হয়, সর্বোপরি নিরাপত্তাহীনতায় ভুগলে পুলিশের সাহায্য নিতে পারেন । কীভাবে ? মহিলাদের নিরাপত্তার জন্য কয়েকটি হেল্পলাইন নম্বর রয়েছে । অর্থাৎ বেহালার ওই তরুণীর মতো ১০০ নম্বরে ডায়াল করেও যেমন অভিযোগ করতে পারবেন, তেমনই আরও কয়েকটি নম্বরের সাহায্যে পুলিশের কাছে পৌঁছে যাবেন । নম্বরগুলি কী কী, জেনে নিন

১০০
১১২
১৮১
১৮২
১০৯০
১০৯১

বেশিরভাগ মহিলাই নম্বরগুলি সম্পর্কে জানেন না । নিজেদের সুরক্ষার জন্য এই নম্বরগুলি প্রতিটি মহিলার ফোনে সেভ করে রাখা প্রয়োজন । 

আর জি করের ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী সুরক্ষার জন্য বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে । যেমন, আসানসোলে শুরু হচ্ছে প্রহরী । এটা একটি অ্যাপ । অ্যাপের মাধ্যমে আসানসোল শহরের যে কোনও প্রান্তে বিপদে পড়লে মহিলারা সাহায্য পাবেন । সাহায্য চাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাবেন অ্যাপের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকরা । বিপদগ্রস্থ মহিলাকে নিরাপদে বাড়িও পৌঁছে দেবেন তাঁরা । অ্যাপ ছাড়াও দুটি হেল্পলাইন নম্বরও চালু থাকছে ।

অন্যদিকে, ময়ূরেশ্বরে নারী সুরক্ষায় ‘ভয় নেই’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এই কর্মসূচিতে নিযুক্ত থাকবেন গ্রামের যুবকরাই । গ্রামে গ্রামে চার থেকে পাঁচজন করে যুবক নিযুক্ত থাকবেন । তাঁদের মোবাইল নম্বর পৌঁছে দেওয়া হবে গ্রামের মহিলাদের কাছে । মহিলারা কোথাও কোনও বিপদের সম্মুখীন হলেই তাঁদের ফোন করতে পারবেন । ফোন করার আধ ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন যুবকরা । মহিলাদের সুরক্ষিতভাবে বাড়িও পৌঁছে দেবেন তাঁরা ।

molestation

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর