বিয়ের জন্য অধিকাংশ আয়োজন সারা হয়ে গিয়েছিল। বাজার থেকে প্যান্ডেল বায়না, সবই হয়ে গিয়েছিল। এরই মধ্যে রূপশ্রীর আবেদনপত্র জমা দিতে গিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন পাত্রী। ঘটনায় হুলুস্থূল পড়ে বিডিও অফিস চত্বরে। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের। পরিবারের সন্দেহ, প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন তাঁদের মেয়ে। এই নিয়েই পুলিশে অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা।
আর মাত্র ১০ দিন পরে ছিল ভাগ্নির বিয়ে। বিয়ের অনুষ্ঠানে সরকারি সহায়তার জন্য রূপশ্রী প্রকল্পের অনুদানের আবেদনের জন্য মামার সঙ্গে বিডিও অফিসে যান ওই মহিলা। মামাকে ব্যাগ ধরতে গিয়ে আর ফেরেননি তিনি। ভাগ্নির খোঁজ না পেয়ে বাড়িতে খবর দেন মামা। পরিবারের লোকও চারদিকে খুঁজতে শুরু করেন। কিন্তু পাত্রীর খোঁজ পাওয়া যায়নি। শেষে ভাতার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ। তবুও হদিশ পাওয়া যায়নি।