প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধে মৃত্যুপুরী দুই দেশ। সেখানেই রয়েছে Wipro ও TCS এর কার্যালয়। ওই কার্যালয়ের কর্মীদের জন্য একাধিক পদক্ষেপ নিল দুই টেক জায়েন্ট।
Wipro-র তরফে জানানো হয়েছে, তাদের ইজরায়েলে কর্মরত তাদের সব কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছ। পাশাপাশি সেখানকার সরকারের তরফে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার তরফে। পাশাপাশি TCS এর তরফে জানানো হয়েছে, অনেক ভারতীয় তাদের ইজরায়েলের অফিসে কর্মরত রয়েছেন। তাঁদের উপরেও নজর রাখা হচ্ছে।
শনিবার ইজরায়েলের উপর হামলা চালায় প্যালেস্টাইনের সংগঠন হামাস। এরপর পালটা প্রত্যুত্তর দেয় প্যালেস্টাইন। পাশাপাশি এবার হুংকার ছাড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাস যুদ্ধ শুরু করলেও তা শেষ করবে ইজরায়েল।