শীত যাই যাই করছে ভেবে শীতের পোশাকগুলো কবে আলমারিতে তুলে রাখবেন, সে-কথা ভাবছেন? নৈব নৈব চ! বিশেষ করে আপনি যদি রাজধানী দিল্লির বাসিন্দা হন।।আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লিতে প্রবল শক্তি নিয়ে কামব্যাক করতে চলেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে অনেকটাই। সেই সঙ্গে প্রবল কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা৷ এই প্রবল শীতের দাপট রুখতে কী করতে হবে, তাও জানিয়েছে মৌসম ভবন।
Axar Patel Engagement: বিয়ের প্রস্তুতি? অক্ষর প্যাটেলের ছুটি নিয়ে জল্পনা
সোমবার থেকে প্রবল শীত পড়বে দিল্লিতে। রবিবার এ-নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। মৌসম ভবন বলেছে, ১৮ জানুয়ারি পর্যন্ত চলতে পারে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে ৩ ডিগ্রিতে। রাতে এবং সকালে প্রবল কুয়াশা থাকবে। খুব প্রয়োজন না থাকলে এই কয়েকদিন বাড়ি থেকে না বেরোলেই ভালো।
শৈত্যপ্রবাহের কামড় রুখতে একাধিক স্তরের গরম জামা পরতে বলেছে মৌসম ভবন। গায়ে চেপে থাকবে এমন একটি জামার বদলে কয়েকটি আলগা পোশাক একটির উপর আরেকটি পরে নিলে শীত রুখতে সুবিধা হবে। ঢেকে রাখতে হবে মাথা, গলা, হাত, পায়ের পাতা। ঘরে হিটার চালানোর সময় অক্সিজেন চলাচল ঠিক হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে।