রাগের মাথায় স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পন করলেন এক চিকিৎসক। তাঁর নাম অরিন্দম বালা। SSKM হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। তাঁর স্ত্রী রত্নতমা বালাও একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। শনিবার রাতে ঘটনাটি ঘটে বাগদার মণ্ডপঘাটা এলাকায়।
বছর দুয়েক আগে অরিন্দমের সঙ্গে বিয়ে হয় রত্নতমার। বিয়ের কয়েকদিন পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল। তারপর বাপের বাড়িতেই থাকছিলেন রত্নতমা। কিন্তু শনিবার শ্বশুর বাড়িতে এসেছিলেন তিনি। এরপর গভীর রাতে তাঁদের দুজনের মধ্যে ফের বাদানুবাদ শুরু হয়। অভিযোগ তখনই রত্নতমাকে কুপিয়ে খুন করেন অরিন্দম।
অভিযুক্ত অরিন্দমের ভাই জানান, শনিবার মাঝরাতে তাঁর দাদা ও বৌদি দোতলায় শুতে গিয়েছিল। তারপর মাঝরাতে অরিন্দম নীচে এসে জানান, রত্নতমাকে খুন করেছেন তিনি। এরপর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পন করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল কোনও অস্ত্র দিয়েই খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।