মদ খাওয়ার টাকা না দেওয়ার বিজয়ার দিন স্ত্রীকে খুন করে পুঁতে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি বারুইপুর থানার শিখরবালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। মৃত মহিলার নাম অঞ্জলি মণ্ডল। অভিযুক্তের স্বামী রবীন মণ্ডল ঘটনার পর থেকে পলাতক।
প্রতিবেশীরা জানিয়েছেন, মদ খাওয়ার টাকা দেওয়া নিয়ে নিত্য দিন অশান্তি হত অঞ্জলি এবং রবীনের মধ্যে। অঞ্জলিকে মারধরও করতেন রবীন। বিজয়ার দিনও একই ঘটনা ঘটে। অভিযোগ, তারপরেই খুন করে কাছের একটি মাঠে পুঁতে দেয়।
Read More- বহু প্রশ্নের জবাব নেই! জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা ED-র?
অঞ্জলির খোঁজ না মেলায় খোঁজখবর নিতে শুরু করেন অঞ্জলির বাপের বাড়ির লোকজন। পুলিশে অভিযোগও দায়ের করা হয়। এরপর শনিবার সকালে বাড়ির কাছের একটি মাঠ থেকে পুঁতে দেওয়া দেহ উদ্ধার করে পুলিশ।