বিবাহবিচ্ছেদের আগের রাতেই স্বামীর হাতে খুন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালিতে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। তদন্তে নেমেছে হাঁসখালি থানা।
জানা গিয়েছে, বছর কয়েক আগে বিয়ে হয় হাঁসখালির কৈখালীর বাসিন্দা সুতপা বিশ্বাসের। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীতে বনিবনা হত না। কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের হয় আদালতে। শুক্রবার ছিল সেই মামলার চূড়ান্ত রায়দান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে স্ত্রীর তীব্র কথা কাটাকাটি হয়। এরপর রাত দশটা নাগাদ হঠাৎই গুলি চলার শব্দ শুনতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা মহিলাকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই মহিলার।