জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে। সেইমতো বৃহস্পতিবার রোগী কল্যাণ সমিতি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন। পাশাপাশি নতুন কমিটিতে কে কে থাকবেন সেই বিষয়েও জানিয়ে দিয়েছেন।
কী বললেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী বলেন, "রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ওটা ভেঙে দিয়েছি। সব অধ্যক্ষরা এখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন। এবার তাদের ওখানে MSVP-ও থাকবেন, একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার,সিস্টারদের পক্ষ থেকে একজন এবং একজন করে জনপ্রতিনিধি থাকবেন।"
বৃহস্পতিবার বিকালে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই হাসপাতালগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি।