এতদিন যে টাকা জমিয়ে ছিলেন, তার সবটাই বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। এই অবস্থায় মামলা লড়বেন কী ভাবে ? কোথা থেকে পাবেন টাকা ? এই ভাবনায় এখন নাকি ঘুম ছুটেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের। গরুপাচার তদন্ত মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত। ইতিমধ্যে তাঁর ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে মামলা লড়তে গেলে তাঁকে দিল্লিও যেতে হতে পারে।
ঘনিষ্ঠদের ধারনা, সিবিআইয়ের পর ইডি অনুব্রতর বিরুদ্ধে মামলা করলে তা দীর্ঘ হতে পারে। যদি তাঁকে তদন্তের জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়, তা হলে সেখানে এমন আইনজীবী প্রয়োজন, যাঁর বা যাঁদের সিবিআই-ইডি সংক্রান্ত মামলা সামলানোর অভিজ্ঞতা আছে। এ সব ক্ষেত্রে খরচ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা। ঘনিষ্ঠ মহলের দাবি, এই পরিস্থিতি থেকে যাঁরা উদ্ধারকর্তা হতে পারেন, অনুব্রতর গ্রেফতারির পর তাঁরাও এখন সিবিআইয়ের নজরে রয়েছে। ফলে টাকা জোগাতে গেলে হীতে বিপরীত হতে পারে বলেও আশঙ্কা।
ফলে সবমিলিয়ে অনু্ব্রত মণ্ডলের আর্থিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় রয়েছেন ঘনিষ্ঠরা। এরমধ্যে আবার নয় সেপ্টেম্বর মঙ্গলকোট মামলার রায়। সেই দিকেও তাকিয়ে এখন তৃণমূল কংগ্রেস।