নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেবিষয়ে প্রশ্ন করা হলে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের উদ্দেশে পালটা প্রশ্ন ছুঁড়ে দেন। জিজ্ঞাসা করেন "অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?" যদিও এর বেশি আর কোনও মন্তব্য় করেননি তিনি।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সকালে ED-র দফতর থেকে বের করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। গাড়িতে ওঠার আগে ক্যামেরার সামনে তিনি ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তাঁর জবাব, ১৩ তারিখ ব্যাঙ্কশাল আদালতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
শুধু বুধবার নয়, এর আগেও একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপি এবং শুভেন্দু অধিকারী তাঁকে ফাঁসিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর পাশাপাশি আদালতের উপর তাঁর ভরসার বিষয়েও জানিয়েছেন।
Read More- জোর করে বাড়িতে ঢুকছেন মহুয়া, থানায় ছুটলেন প্রাক্তন বন্ধু অনন্ত দেহাদ্রাই
ED-র হাতে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবারও মন্ত্রী জানিয়েছিলেন তিনি অসুস্থ।