পঞ্চায়েতের প্রচারে গিয়ে বেফাঁস বিজেপি নেত্রী সোনালি গুহ। পদ্মফুলের বদলে হঠাৎ -ই তাঁর মুখ ফসকে বেরিয়ে গেল জোড়া ফুলের কথা। তবে নিজেকে সামলে নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। শনিবার নদিয়ার তেহট্টে প্রচার করছিলেন সোনালি। করুইগাছির বকুলতলায় প্রচারের সময় হঠাৎ-ই তাঁর মুখ থেকে জোড়া ফুলের কথা শুনে চমকে যান বিজেপি সমর্থকরা।
পঞ্চায়েত ভোটে কাঁটা দিয়ে কাঁটা তুলতেই এবার সোনালী গুহকে প্রচারে নামিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য কমিটিতে এসে পুরো দমে প্রচার করছেন সোনালীও। তিনি জানিয়েছেন, তৃণমূল বলছে টিকিট না পেয়ে নাকি তিনি কান্নাকাটি করছেন। তাই তৃণমূলকে দেখালেন এরকম কোনও ব্যাপার নেই।
তবে সোনালীর প্রচারে এদিন তাঁর মুখ ফসকে জোড়া ফুল বলে ফেলার ঘটনায় জেলা স্তরে বেশ শোরগোল পড়েছে। নদিয়ার জেলা তৃণমূলের নেতারা দাবি করেছেন, আসলে পুরনো দলের ভালবাসা এখনও ভুলতে পারেননি সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক।